Jibanananda Das

EnglishBengali

Here you will find thePoemGhas\ঘাসof poet Jibanananda Das

ঘাস

কচি লেবুপাতার মতো নরম সবুজ আলোয় পৃথিবী ভরে গিয়েছে এই ভোরের বেলা; কাঁচা বাতাবির মতো সবুজ ঘাস- তেমনি সুঘ্রাণ – হরিনেরা দাঁত দিয়ে ছিঁড়ে নিচ্ছে ! আমারো ইচ্ছা করে এই ঘাসের এই ঘ্রাণ হরিৎ মদের মতো গেলাসে গেলাসে পান করি, এই ঘাসের শরীর ছানি- চোখে ঘসি, ঘাসের পাখনায় আমার পালক, ঘাসের ভিতর ঘাস হয়ে জন্মাই কোনো এক নিবিড় ঘাস-মাতার শরীরের সুস্বাদু অন্ধকার থেকে নেমে ।

Ghas

koci lebupatar moto norom sobuj aloy prithibi vore giyeche ei vorer bela; kaca batabir moto sobuj ghas-temoni sughran- horinera dat dite chire nicche! amaro icche kore ei ghaser ei ghran horit moder moto gelase gelase pan kori, ei ghaser sorir chani-cokhe ghosi, ghaser pakhnay amar polok, ghaser vitor ghas hoye jonmai kono ek nibir ghas-matar shorirer sussadu ondhokar theke neme.