Kazi Nazrul Islam

EnglishBengali

Here you will find thePoemLichu-chor\লিচু চোরof poet Kazi Nazrul Islam

লিচু চোর

বাবুদের তাল-পুকুরে হাবুদের ডাল-কুকুরে সে কি বাস করলে তাড়া, বলি থাম একটু দাড়া। পুকুরের ঐ কাছে না লিচুর এক গাছ আছে না হোথা না আস্তে গিয়ে য়্যাব্বড় কাস্তে নিয়ে গাছে গো যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মড়াত করে পড়েছি সরাত জোরে। পড়বি পড় মালীর ঘাড়েই, সে ছিল গাছের আড়েই। ব্যাটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দুচ্চার দিলে খুব কিল ও ঘুষি একদম জোরসে ঠুসি। আমিও বাগিয়ে থাপড় দে হাওয়া চাপিয়ে কাপড় লাফিয়ে ডিঙনু দেয়াল, দেখি এক ভিটরে শেয়াল! ও বাবা শেয়াল কোথা ভেলোটা দাড়িয়ে হোথা দেখে যেই আঁতকে ওঠা কুকুরও জাড়লে ছোটা! আমি কই কম্ম কাবার কুকুরেই করবে সাবাড়! ‘বাবা গো মা গো’ বলে পাঁচিলের ফোঁকল গলে ঢুকি গিয়ে বোসদের ঘরে, যেন প্রাণ আসলো ধড়ে! যাব ফের? কান মলি ভাই, চুরিতে আর যদি যাই! তবে মোর নামই মিছা! কুকুরের চামড়া খিঁচা সেকি ভাই যায় রে ভুলা- মালীর ঐ পিটুনিগুলা! কি বলিস? ফের হপ্তা! তৌবা-নাক খপ্তা!

Lichu-chor

babuder tal-pukure habuder dal-kukure se ki bas korle tara boli tham, ektu dara ! pukurer oi kache na lichur ek gach ase na, hota na aste giye rambor kaste niye gache go jei choresi, choto ek dal dhoresi, o baba morat kore poresi sorat jore ! porbi por malir gharei se chilo gacher arei byata bhai boro nocchar, dhumadhum gota ducchar diley khub kil o ghusi ekdom jorse thusi ! amio bagiye thapor, de haoya chapiye kapor, lafiye dingnu deyal, dekhi ek vitre shyeal ? are dhyat shyeal kotha ? velota dariye hotha ! dekhe jei atke otha kukuro jurley chota ! ami koi kommo kabar kukurei korbe sabar ! baba go mago bole pachiler fokol gole dhuki go bosder ghore, jeno pran aslo dhore ! jabo fer ? kan moli vi, churitey ar jodi jai ! tobe mor namoi micha ! kukurer chamra khicha se ki vi jay re vula- malir oi pitnigula, ki bolis ? fer hppta ? towba-nak-khopta !